
তিউনিসিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ইসলাম পন্থী দল সমর্থিত অধ্যাপক কাইস সাঈদ। আজ বুধবার তিনি তিউনিসিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার সাথে সাথে তিনি তিউনিসিয়ার জনগণের পূর্ণ স্বাধীনতা দেবার কথা ঘোষণা করেছেন। সেই সাথে তিনি সন্ত্রাস বিরোধী অভিযানে যোগ দেবার কথা ঘোষণা করেছেন । এদিন তিনি ফিলিস্তিনের মজলুম মুসলিম দের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন ও ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেবার কথা জানিয়েছেন।
উল্যেখ্য তুরস্ক তিউনিসিয়ার পাশে দাঁড়ানোর জন্য পদক্ষেপ নিতে শুরু করেছে।