
ইস্তাম্বুলঃ তুরস্কের ইস্তাম্বুলে চারদিন ব্যাপি আফ্রিকান রেজিজিয়াস লিডার্স এর তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই সামিটে হাজির হয়েছেন আফ্রিকার ৫১ টি দেশের ইসলামী নেতারা।
এই সামিটে বিভিন্ন বিষয়ের সাথে সাথে ইসলাম ভীতি বা সন্ত্রাসবাদ বিরোধিতার উপর বেশ গুরুত্বারোপ করা হয়েছে। সেই সাথে অবৈধভাবে সন্ত্রাসবাদকে জড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম ধর্মীয় নেতারা। ইসলামের সাথে সন্ত্রাসবাদকে অবৈধভাবে জড়িয়ে দেওয়াকে অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন তাঁরা।
চার দিনের এই সামিটের চতুর্থ দিনেও হাজির ছিলেন তুরস্কের বিখ্যাত আলেম ডক্টর আলী আরবাশ হাঃ। তিনি আজ ফাইনাল সিদ্ধান্ত পড়ে শুনিয়েছেন। এই সামিটে হাজির ছিলেন সুলতান রজব তৈয়্যব এরদোগান হাঃ ও।
এদিন তুরস্কের সন্ত্রাসি FETO সংগঠনের বিরুদ্ধে ও আওয়াজ তোলা হয়।