
দামাস্কাসঃ কিছুদিনের মধ্যে সিরিয়াতে সন্ত্রাস বিরোধী ভয়ংকর অভিযান শুরু করতে চলেছে তুরস্ক। আর এই অভিযানে তুরস্কের নেতৃত্বে সিরিয়ার সেনাবাহিনীর মহাজোট ‘الجيش الوطني السوري’ ( ‘The National Army’ ) সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে। সিরিয়ায় আমেরিকা, ইজরায়েল ও আরব যায়নবাদী মদদ পুষ্ট Syrian Democratic Forces বা PKK সন্ত্রাসী নির্মূলে এই অভিযান চালানো হবে বলে তুরস্ক ঘোষণা দিয়েছে।
এবার উত্তর ও পূর্ব সিরিয়ার প্রায় সমস্ত গোত্রের গোত্রপতিদের সাথে আলোচনা সমাপ্ত করল তারা। আমাদের সংবাদদাতা ওমর এখবর জানিয়েছেন ।
এদিকে তুরস্কের সন্ত্রাসী নির্মূল অভিযানের সংবাদে সিরিয়া জুড়ে চলছে খুশির বাতাবরন। এই খবরে তাদের উল্লাসের খবর ও আসছে।