
ক্যাসব্লাঙ্কাঃ তুরস্কের সাথে সম্পর্ক মজবুত করার পরপরই ইসরাইল বিরোধী কড়া বার্তা দিয়েছে মরোক্কো। মক্কোর প্রধানমন্ত্রী আল উসমানী ইসরাইল , আমেরিকা ও আরব যানবাদীদের ‘শতাব্দীর সেঞ্চুরি’ কে রিজেক্ট করে পবিত্র আল কুদসকে ‘রেড লাইন’ ঘোষণা দিয়েছেন। গত রবিবার মরোক্কোর আদানা শহরে তিনি এই ঘোষণা দিয়েছেন।
উল্যেখ্য সাম্প্রতিক মরোক্কো তুরস্কের সাথে সম্পর্ক মজবুত করতে আগ্রহী হয়েছে এবং মরোক্কোর রাজা পঞ্চম মুহাম্মাদ রাজকীয় ভাবে তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়্যব এরদোগান কে দাওয়াত দিয়েছেন।