
সারাজেভোঃ বসনিয়ার রাজধানী সারাজেভোতে তিনদিন ব্যাপি সারাজেভো হালাল মেলা শুরু হয়েছে। এই মেলাতে বিশ্বের বড়বড় মুসলিম ব্যবসায়ীগণ যোগ দিয়েছেন। এবছর এই মেলা বিশ্বের নজর কাড়ছে। বসনিয়ার বসনিয়ান ব্যংক ইন্টারন্যাশনালের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বের দ্বিতীয়তম এই হালাল মেলাতে বিশ্বের ৩৬টি দেশ থেকে প্রায় ১০০ জন এক্জিবিটর হাজির হয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মুহাম্মাদ এই মেলাকে শুভেচ্ছা বিনিময় করে জানিয়েছেন হালাল পন্য এবার আন্তর্জাতিক মহলে পদার্পণ করেছে।
তুরস্কের ইস্রাফিল কুরালাই এই মেলার প্রসংশা করে জানান যে হালাল বাজার সাম্প্রতিক বছরে গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে।