
ইস্তাম্বুলঃ আরামকো যে হামলার জন্য বিনা প্রমাণে ইরান কে দোষারোপ করতে থাকে সৌদি সহ কিছু ষড়যন্ত্রী দেশ। এবার তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তুরস্ক। তুরস্ক সৌদির আরামকো হামলা ইরানের নয় বলে স্পষ্ট জানিয়েছে।
একটি বিশেষ বিষয়ে বক্তব্য রাখার সময় তুরস্কের রাষ্ট্রপতি ও মুসলিম বিশ্বের লিডার এরদোগান ইরানকে দোষারোপের বিরোধ করে বলেন যে আমরা সবকিছুর দোষ যদি ইরানের উপর চাপিয়ে দিই তাহলে তা ঠিক হবে না। এছাড়া তুরস্ক ইরানের উপর পাশ্চাত্যের অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে এবং সেজন্য পাশ্চাত্যকে দায়ী করেছে।
আনাদোলু সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।