
ক্যাসব্লাঙ্কাঃ এরদোগানকে নিজের দেশে আমন্ত্রণ জানিয়েছে আফ্রিকার অন্যতম আরবীয় দেশ মরক্কো। মরোক্কোর বাদশাহ মুহাম্মাদ আল খামিস নিজেই সুলতান কে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান হয়েছে। সাম্প্রতিক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলূদ কাভুসোগলূ ও মরোক্কোর পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকের পর এই খবর প্রকাশ করা হয়েছে। মরক্কোর সাথে তুরস্কের দৃঢ় সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এই আমন্ত্রণ বলে জানিয়েছেন তাঁরা।