
রিয়াদঃ সৌদি আরব নতুন ফরমান জারি করেছে। মক্কা ও মদীনা ব্যতিত সৌদি আরবের অন্য কোথাও হিজাব বা নিকাব বাধ্যতামূলক নয়। সৌদী উচ্চ পদস্থ কর্মকর্তা খালিদ এবিষয়ে একটি নোটিশ জারি করেছেন এবং নোটিশ টি সৌদির সর্বত্র পৌঁছে গেলে এই নতুন আইন বলবৎ করা হবে বলে জানিয়েছেন তিনি।
উক্ত নোটিশে পাঁচটি শর্ত বলে দেওয়া হয়েছে। তাঁর মধ্যে দুইটি হল , কোন পুলিশ যদি এই আইনের বিরোধিতা করে তাহলে স্বত্বর প্রশাসন কে জানাতে হবে এবং তার বিরুদ্ধে প্রশাসন যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। অপর শর্তটি হল এজন্য সৌদি বা কোন বিদেশী নারীকে হেনস্থা করা যাবে না।