
ইস্তাম্বুলঃ তিউনিসিয়ার রাষ্ট্রপতি হবার জন্য তিউনিসিয়া বাসি কাইস সাইয়েদ কে চয়ন করেছে। তিনি হলেন একজন ইসলামপন্থী ও কট্টর ইসরাইল বিরোধী নেতা। ইসরাইলের একনিষ্ঠ দালাল আরব আমিরাতের সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে বিজয়ী হতে চলেছেন তিনি। আর এজন্য তাঁকে হত্যা করার চেষ্টা করছে বলে সতর্ক করল তুরস্কের গোয়েন্দা সংস্থা। আর এই হত্যার চেষ্টা করছে খোদ আরব আমিরাত। উল্যেখ্য তিউনিসিয়া বাসীর হৃদয়ের এই মানুষটি ঘোষণা দিয়েছেন যে তিউনিসিয়া এখন ইসরাইলের সাথে যুদ্ধের পরিস্থিতিতে আছে। তিনি মনে করেন যে নিজেকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে । তিনি ভিডিও বার্তায় কুরআনের আয়াত উল্যেখ করে একথা জানিয়েছেন।