Home International মুসলিম বিশ্বের নেতাদের সাথে এরদোগানের ঈদের শুভেচ্ছা বিনিময়!

মুসলিম বিশ্বের নেতাদের সাথে এরদোগানের ঈদের শুভেচ্ছা বিনিময়!

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ঈদুল আজহা উপলক্ষে মুসলিম বিশ্বের নেতাদের সাথে ফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের প্রেসিডেন্টদের সাথে কথা বলেন এরদোগান।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতি অনুসারে, প্রেসিডেন্ট এরদোগান দুটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোডোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ইস্যুতে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন।

তুরস্কসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে শুক্রবার থেকে ঈদুল আজহা উপলক্ষে ছুটি চলছে। ইয়েনি শাফাক

আপনাদের প্রিয় ওয়েবসাইট TRT Bangla এন্ড্রয়েড এপ্স লঞ্চ করেছে। প্রত্যেকে নিজের মোবাইলে ইন্সটল করতে ছবিতে ক্লিক করুন।