
দামেশ্ক ও কায়রো ঃ মিশরের একনায়কতন্ত্রী ও অত্যাচারী রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়েছেন মজলুম সিরিয় বাসীরা। নিজ দেশে অপর এক একনায়ক ও সন্ত্রাসী বাশার আল আসাদের অত্যাচারে জর্জরিত সিরিয়বাসী পথে নেমে আল সিসির বিরুদ্ধে মিছিল বের করেন। আল জাজিরা সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
উল্লেখ্য ২০১১ সালে গণ অভ্যুত্থানের পর শহীদ মুহাম্মাদ মুরসী রহঃ যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তখন তিনি মজলুম সিরিয়া বাসীর পক্ষ নিয়ে বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ায় আরব বসন্তে যোগদান করেন। এময় এরদোগান ও মুরগীর যৌথ উদ্যোগে আসাদের পতন নিকটবর্তী হয়। কিন্তু পাশ্চাত্য ও আরবদের ষড়যন্ত্রের ফলে মুরসির পতন হলে আব্দুল ফাত্তাহ আল সিসি রাষ্ট্রপতি হন ও এই আন্দোলন কে ধ্বংস করতে যথেষ্ট সহায়তা করেন ফলে সিরিয়ার ভূমিতে বিদ্ধংসী যুদ্ধ শুরু হয়। সিরিয়ার জনতা তা ভোলে নি এবং আল যথার্থ ভাবে সিসি বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন।