
তেল আবিবঃ মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসিকে কে না চেনে! বর্তমান মিশরীয় গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তিনি এখন সংবাদের শিরোনামে। মিশরে একনায়কতন্ত্রের গুরু এই প্রেসিডেন্টের ব্যক্তিগত পরিচয় আমরা অনেকেই জানি না।
সাম্প্রতিক একটি ইসরাইলী সংবাদমাধ্যম আল সিসির মাতার পরিচয় নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছে। Satworld নামক এই পত্রিকার দাবি আল সিসির মা একজন ইহুদী ও তিনি ইহুদি ধর্মের উপর মৃত্যু বরণ করেছেন। এই তথ্যে আরব জগতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।
মিশরের বিখ্যাত সাংবাদিক এবং মুসলিম ব্রাদারহুড ও চলমান আন্দোলনের একনিষ্ঠ সমর্থক মু’তায মাতার উক্ত সংবাদপত্রের লিংক তাঁর ফেসবুক পেজে প্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়ে এই তথ্য প্রকাশ করতেই মিশর জুড়ে তোলপাড় শুরু হয়েছে।