
সাধারণতঃ কিছু ব্যক্তি কনস্টান্টিনোপল অর্থ তুরস্ক মনে করেন ও কুস্তুন্তিনিয়ার হাদীসটি তুরস্কের উপর চালিয়ে দেন। আরবীয় কুচক্রী রাজবংশের ভক্ত ও দায়েশ সন্ত্রাসীদের মধ্যে এই ধারণা টি বেশ জোরদার। কিন্তু আমরা যদি মানচিত্র নিয়ে বসি ও ইতিহাস খুলি তাহলে আমাদের ধারণার পরিবর্তন হবে। কনস্টান্টিনোপল আসলে তুরস্কের সীমান্তে একটি ছোট অঞ্চলের নাম। এই অঞ্চলের মধ্যে ইস্তাম্বুল শহর অবস্থিত। সমগ্র তুরস্ক আনাতোলিয়া কখনও কনস্টান্টিনোপল ছিল না। নীচের মানচিত্রে আমি হাত দিয়ে দেখিয়েছি কনস্টান্টিনোপলের অবস্থান টি। যারা কনস্টান্টিনোপল সংক্রান্ত হাদীসটি তুরস্কের উপর চালিয়ে দেন, প্রথমতঃ তাদের জানা উচিৎ ইসলাম কখনোই মু’মীনকে তাকফীর করে না। ওহাবী দের মতবাদ নিয়ে বিভ্রান্ত আমরা না হই। কারন, পবিত্র হাদীস স্পষ্ট বলেঃ
عن عبادة ابن الصامت رضي الله عنه قال سمعت رسول الله ﷺ يقول من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله حرم الله عليه النار (رواه مسلم)
হাদিস টি স্পষ্ট বলছে যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রসূল এই সাক্ষ্য দেবে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন কে হারাম করে দিবেন। অর্থাৎ তার পাপ যত বড় হোক সাজা ভোগের পর একদিন সে জান্নাতে যাবে কারণ সে মু’মীন। তাই যেসব লোক তুর্কি মুসলিম দের উপর এই হাদীস প্রয়োগ করছে তারা পরোক্ষ ভাবে তুরস্কের মুসলিমদের বিরুদ্ধে কথা বলেছে। এদের থেকে সাবধান। আর তুরস্কের একটি ছোট অঞ্চল কনস্টান্টিনোপল । সমগ্র তুরস্ক নয়। হয়ত মাহদী আঃ এঁর বাহিনী যখন এটা দখল করবেন তখন এই অঞ্চলটা অমুসলিমদের দখলে থাকবে। হয়ত মালহামা বা কোন সময় তা তুরস্কের হাতছাড়া হবে । দ্বিতীয়তঃ এক হাদীসে বলা হয়েছে খুব সম্ভব এই অঞ্চলের এক দেশ ইসলাম গ্রহণ করবে ও মুসলিম দের ব্যপক সহায়তা করবে। এবিষয়ে আমি রিসার্চ শুরু করব ইন শা’আল্লাহ। হতে পারে সেটা তুরস্ক যে কামালের কুফর থেকে বেরিয়ে এরদোগানের মাধ্যমে ইসলামের ছায়ায় আসছে ও উম্মাহ কে বেশ সহায়তা করছে। আল্লাহু আ’লাম
©মু. ইয়াসির আরাফাত মল্লিক