
মিলান|
করোনা ভাইরাসের প্রকোপে বিধ্বস্ত ইতালি, মারা গিয়েছেন হাজার হাজার মানুষ। আক্রান্তের কোটা লক্ষ পেরিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন যথাযথ ইতালিকে সহায়তা দিতে ব ঠিক এমনি সময় ইতালির দিকে সহায়তার হাত বাড়িয়েছে তুরস্ক। ইতালি সরকার তুরস্ককে ধন্যবাদ জ্ঞাপন করে জানিয়েছে যে তারা তুরস্কের এই সহায়তাকে কখনো ভুলবে না। ইতালির জনগণও তুরস্ককে ধন্যবাদ দিতে ভুলল না। ধন্যবাদ দিতে ভুলল না ক্ষুদে বালক গ্যাব্রিয়েলও। মিলান বাসী আর্নেস্ট গ্যাব্রিয়েল একটি ভিডিওবার্তায় আবেগঘন ভাষায় ধন্যবাদ জানালো তুরস্ককে। দেখুন সে কি বলল