Home Asia করোনা জেরঃ পবিত্র হারামাইন শরীফাইনে নামাজ বন্ধ করল সৌদি প্রশাসন

করোনা জেরঃ পবিত্র হারামাইন শরীফাইনে নামাজ বন্ধ করল সৌদি প্রশাসন

 

মক্কা ও মদীনা|


 

করোনা মহামারীর জেরে সৌদি সহ বিভিন্ন মুসলিম দেশে জামায়াতের সাথে নামাজ আদায় করতে নিষেধ করা হয়েছে। কিন্তু এবার মুসলিম বিশ্বের কেন্দ্রস্থল পবিত্র হারামাইন শরীফাইনে নামাজ আদায় সাময়িক বন্ধ করল সৌদি আরব প্রশাসন।

পবিত্র হারামাইন শরীফাইনের রিয়াসাতে আম হানী ইবনে হুসনী হাইদারের একটি উদ্ধৃতি উল্লেখ করে সৌদি আরবের অফিসিয়াল SPA এজেন্সি এখবর জানিয়েছে। হানী ইবনে হুসনী হাইদার গত পরশু একটি বিবৃতিতে বলেন, ” আগামী কাল শুক্রবার থেকে গ্রান্ড মসজিদ হারাম শরীফ ও রসূলের সাঃ মসজিদের মসজিদে নববী বহিঃচত্বরে উপস্থিতি ও নামাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ”
এর পূর্বে সৌদি আরব হারামাইন শরীফাইন ব্যতীত অন্য সকল মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায়ও বন্ধ ঘোষণা করেছিল।

উল্লেখ্যঃ সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে ২৭৪ জন। করোনা ভাইরাস নামে পরিচিত এই ভাইরাসটি চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে সারা বিশ্বে প্রায় ১৬০ টি দেশে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা WHO একে আন্তর্জাতিক মহামারী আখ‍্যা দিয়েছে।


© মুহাম্মাদ ইয়াসির আরাফাত মল্লিক