
উলানিয়া বাজার,গলাচিপায় ভিপি নুরের উপর রড দিয়ে নৃশংস হামলা। ভিপি নূর একটি প্রোগ্রামে যাওয়ার জন্য সহযোগীদের সাথে যাওয়ার পথে তার উপর হামলা করে ছাত্রলীগ নেতা কর্মীরা,তার অবস্থা গুরুতর, নিখোঁজ ছিলো অবশেষে সেন্সলেস আহত অবস্থায় পেয়ে হাসপাতালে নেওয়া হয়,পুলিশ হাসপাতালে কাউকে ডুকতে দিচ্ছেনা পরিবারের লোক ছাড়া। ইভেন কাউকে ছবি তুলতেও দিচ্ছেনা।
এখন তাকে হাসপাতালে ভর্তি করানো হইছে,পুলিশ কোনো লোক কে ভিতরে যেতে দিচ্ছে না বলে জানা যায়।
সহযোগীরা বলে,আমরা একটি প্রোগ্রামে যাওয়ার জন্যে যাত্রা করি,উলানিয়া বাজার ছাড়তেই আমাদের উপর হামলা হয়। রড,দাড়ালো অস্ত্র,লাঠি ইত্যাদি সাথে নিয়ে হামলা করে তারা।