Home International বৈজ্ঞানিক গবেষণা কাজের জন্য আন্টার্কটিকায় পাড়ি জমালেন তুরস্কের বৈজ্ঞানিক দল

বৈজ্ঞানিক গবেষণা কাজের জন্য আন্টার্কটিকায় পাড়ি জমালেন তুরস্কের বৈজ্ঞানিক দল

 

ইস্তাম্বুল|

বৈজ্ঞানিক গবেষণা কাজের জন্য সূদূর আন্টার্কটিকায় পাড়ি দিয়েছেন তুরস্কের একটি গবেষক দল। তুরস্কের চতুর্থ পোলার অভিযানের দল বৈজ্ঞানিক গবেষণার জন্য আন্টার্কটিকার বরফের মহাদেশে পাড়ি জমালেন তাঁরা। তুরস্কের ইন্ডাস্ট্রি ও প্রযুক্তি মন্ত্রী মুস্তফা ওয়ারাঙ্ক এ সংবাদ জানিয়েছেন।

মুস্তফা জানান উক্ত গবেষক দল গত ৯ ফেব্রুয়ারিতে ইস্তাম্বুল থেকে পাড়ি জমিয়েছেন এবং তাঁরা আন্টার্কটিকার হরসশো দ্বীপে একমাসের জন‍্য গবেষণার কাজ করবেন। উক্ত দ্বীপে একটি সাময়িক গবেষণা কেন্দ্র স্থাপন করেছে তুরস্ক। তুরস্কের ২৫ সদস্যের এই দলটি ভূ , সামুদ্রিক এবং জীবনের বিষয়ে ১৫ টি প্রোজেক্ট করবেন বলে তিনি জানান।

এই দলটি ব্রাজিল এবং চিলির ট্রান্সফার পয়েন্ট হয়ে উক্ত দ্বীপে পৌঁছেছেন। উল‍্যেখ‍্যঃ ২০১৬ সালে তুরস্ক আন্টার্কটিকার উপর গবেষণা শুরু করেছে।