
ইস্তাম্বুল|
চীনের জিনজিয়াং প্রদেশের মজলুম উইঘুর মুসলিমদের নিয়ে চীনের সাথে আলোচনা করল তুরস্ক। আজ মিউনিখে ৫৬ তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে একটি পর্বে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলূদ জাউইশোগলু চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে উইঘুর মুসলিমদের নিয়ে আলোচনা সম্পন্ন করেছেন।
চীনের জিনজিয়াং প্রদেশ উইঘুর মুসলিমদের রাজ্য যেখানে প্রায় ১০ মিলিয়ন উইঘুর মুসলিম বসবাস করেন। যা জিনজিয়াং প্রদেশের প্রায় ৪৫%। পূর্বে উইঘুররা উইঘুরস্তান তথা তুর্কিস্তানের বাসিন্দা ছিলেন। চীন কর্তৃক তুর্কিস্তান দখলের পর উক্ত অঞ্চলটি জিনজিয়াং প্রদেশের সাথে যুক্ত করা হয়। তখন থেকে উইঘুর মুসলিমরা স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যেতে থাকে। চীন সরকার তাদের উপর দমনপীড়ন চালায়।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী চীনে চলমান করোনা ভাইরাসে চীনকে সমবেদনা জানিয়েছেন। তিনি চীনকে আরো চিকিৎসা পরিসেবা দেবার আশ্বাস দিয়েছেন। চীনের এই অজানা ভাইরাসে সরকারী তথ্য অনুযায়ী ১৬৬৬ জন নিহত হয়েছে ও ৬৮৫০০ জন আহত হয়েছে।