
ইস্তাম্বুল|
তুরস্কের İzmir Biomedicine and Genome Centre একটি নতুন পোর্টেবল ডিভাইস আবিস্কার করেছে যা এক বিশেষ প্রকার ভাইরাসকে ৫ মিনিটে ধরে ফেলতে সক্ষম। সাম্প্রতিক ডেলি সাবাহ এখবর জানিয়েছে।
তুরস্কের উক্ত বিজ্ঞানীদের আবিষ্কার করা ডিভাইস পাঁচ মিনিটে H191 ভাইরাস তথা সোয়াইন ফ্লু ধরে ফেলতে সক্ষম বলে জানানো হয়েছে। উক্ত বৈজ্ঞানিক দলের হেড ডক্টর আরীফ ইনজিন চেতিন জানিয়েছেন এই পোর্টেবল ডিভাইস একটি স্মার্ট চিপ সহ তৈরি করা হয়েছে এবং এই ডিভাইসে একটি ক্যামেরা আছে যা শ্লেষ্মার ছবি তুলে তাতে উক্ত ভাইরাস আছে কিনা তা জানতে সক্ষম। তিনি এই ডিভাইস সম্পূর্ণ তুরস্কের তৈরি বলে জানিয়েছেন।
এই ডিভাইসের বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা এখনো চলছে। এই ভাইরাস অত্যন্তঃ ভয়ংকর। তুরস্কের উক্ত বৈজ্ঞানিক দলের অপর এক প্রধান জয়নাব আহসান কোশের জানিয়েছেন যে ২০১৯ এর অক্টোবর থেকে ২০২০ এর জানুয়ারির মধ্যে এই ভাইরাসে কুড়ি হাজারের অধিক মানুষ মারা গেছেন।
উল্যেখ্য ২০০৯ সালে এই ভাইরাস মহামারী আকারে দেখা যায় ও এতে ২০১২০০ জন মানুষ প্রাণ হারায়।