
ইস্তাম্বুল |
আসাদ কর্তৃক সিরিয়ার ইদলিবকে দখল মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়্যব এরদোগান। আজ ডেইলি সাবাহ এখবর জানিয়েছে।
সাম্প্রতিক বাশার আল আসাদ বাহিনী সিরিয়ার ইদলিব দখলে যে উঠে পড়ে লেগেছে তা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল তুরস্ক। এদিন তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়্যব এরদোগান স্পষ্ট বলেন,
” আসাদ এখন ইদলিবের নিষ্পাপ ও দুঃখী জনগণকে আমাদের সিমানায় পাঠিয় দিয়ে সময় নষ্ট করছে, আমরা এটার অনুমতি দেব না। এটা পরিস্কার ইদলিব চুক্তির লঙ্ঘন । নিশ্চয় (আসাদ) সরকারকে এর ফল ভোগ করতে হবে।” তিনি ইদলিব নিয়ে সোচী চুক্তি পালনে সবাইকে আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনী তুরস্ক বাহিনীর উপর আক্রমণ চালায় , পাল্টা আক্রমণে তুরস্ক আসাদ বাহিনীর ৫৪ টি নিশানায় আঘাত হানে ও ৭৬ জন সেনা কে হত্যা করে।
উল্লেখ্য তুরস্ক ইদলিব নিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করতে চায় না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি রজব তৈয়্যব এরদোগান। তিনি জানিয়েছেন ইদলিব নিয়ে রাশিয়ার সাথে একটি ক্রোধ হীন আলোচনা করা হবে।
চিত্রঃ তুর্কি বাহিনীর এক সদস্য