
ইস্তাম্বুলঃ মাতৃভূমি রক্ষার্থে আলেপ্পোর উদ্যেশ্যে যাত্রা শুরু করেছে সিরিয়ার সাউয়ার আল শামের নবম ডিভিশন নূর উদ্দীন জেংকী। আজ এখবর তারা জানান।
প্রায় এক বছর পূর্বে আলেপ্পো থেকে আফ্রিনে হিজরত করেন এই বিখ্যাত দলটি ও আলেপ্পোর আঞ্চলিক যোদ্ধারা। বলা হয়, সিরিয়ার অন্যতম বিদ্রোহী গোষ্ঠী হাইআত তাহরীর আল শাম এদের রাশিয়ার সাথে একটি চুক্তি করে এদের আলেপ্পো থেকে বেরিয়ে যেতে বাধ্য করে। যদিও এই নিয়ে সংশয় আছে। কিন্তু পরবর্তীতে বিদ্রোহী দল আলেপ্পো কে হারিয়ে ফেলে। এদিকে ইদলীবে যখন রাশিয়া ও আসাদ সরকার চুক্তি ভঙ্গ করে ইদলিব আক্রমন শুরু করেছে তখন আলেপ্পোতে ফেরার ঘোষণা দিল উক্ত যোদ্ধারা।
এদিকে ইদলীবকে কেন্দ্র করে তুরস্ক ও রাশিয়ার মধ্যে টানানপোড়ন শুরু হয়েছে। রাশিয়া ও সিরিয়ার সরকার সাম্প্রতিক ইদলীব আক্রমণ শুরু করেছে। অথচঃ তুরস্ক ইদলিবে শান্তি স্থাপনের জন্য রাশিয়া ও আসাদ সরকারের সাথে চুক্তি করে। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে রাশিয়া ও আসাদ সরকার ইদলিব আক্রমন শুরু করেছে। এজন্য তুরস্ক ইদলিবে আসাদ বাহিনীকে সমুচিত শাস্তি দেয়ার জন্য ইদলিবে সেনা পাঠানোর কথা জানিয়েছে। তুরস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিরিয়ার অপজিশন সরকারের সেনা সিরীয় জাতীয় সেনাবাহিনী। সিরিয়ার জাতীয় সেনাবাহিনীর গাইডেন্স কাউন্সিলরস দের প্রধান হাসান আল দাগীম আবূ বকর মজলুম সিরীয় বাসীর সমর্থনে যেকোনো ধরনের তুর্কি সামরিক অভিযান কে স্বাগত জানিয়েছেন।
উল্যেখ্য সৌদি আরব সহ বিভিন্ন আরবদেশ যখন সিরিয়ার অত্যাচারী সরকারকে সমর্থন করেছে ও করছে তখন সমগ্র মুসলিম বিশ্বের মতো সিরিয়ার মজলুম মুসলিমদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক।