
কান্দাহারঃ সমগ্র মুসলিম বিশ্বের পাশাপাশি আমেরিকার তথাকথিত ডীল অফ দ্য সেঞ্চুরির তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ইমারত আফগানিস্তান। আজ এখবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইসলামী ইমারত আফগানিস্তানের মুখপাত্র জবীহুল্লাহ মুজাহিদ আজ একটি বিবৃতিতে আমেরিকার ডীল অফ দ্য সেঞ্চুরির তীব্র নিন্দা জানিয়েছেন ও ফিলিস্তিনীদের অধিকারের উপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন সেইসাথে ‘অত্যাচারিত ফিলিস্তীনি জনগণের’ পাশে দাঁড়ানোর কথা তিনি ঘোষণা দিয়েছেন।
পবিত্র আল কুদস মসজিদ কে প্রথম কিবলা হিসেবে বর্ণনা করে সমগ্র মুসলিম দেশ ও সংগঠনকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে ইমারত।
উল্যেখ্য গতকাল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তথাকথিত ডীল অফ দ্য সেঞ্চুরি ঘোষণা করেন যাতে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।