
রিয়াদঃ জাযান অঞ্চলে সৌদি আরামকো তেল কোম্পানির উপর আবার আক্রমণ চালালো ইয়েমেনের হুথি সন্ত্রাসিরা। আজ বুধবার তারা এই আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
তারা আরো জানিয়েছে যে, তারা আবহা , জাযান বিমান বন্দর, খামিস মুশাইত বেস সহ সৌদির অন্যান্য স্থানেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে। একটি সাক্ষাৎকারে হুথী টিভি মুখপাত্র ইয়াহইয়া সারী মায়ারিব ও আল জওফ গভর্নরেটের ১৫৫০ স্কয়ার মাইল অঞ্চল দখল করেছে বলে জানিয়েছে। তবে সৌদি আরবের জোটের পক্ষ থেকে এবিষয়ে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য ২০১৪ সালে ইয়েমেনে হুথি সন্ত্রাসিরা দাপট শুরু করলে ইয়েমেন অশান্ত হয়ে ওঠে এবং ২০১৫ সালে সৌদি জোট ইয়েমেনে হুথি দমনের নামে সন্ত্রাস শুরু করলে দেশটি ধ্বংসের দিকে এগিয়ে যায়।