
ইদলিব
সিরিয়ার ইদলিবে আবার অভিযান শুরু করেছে আসাদ সরকার। প্রাথমিক ভাবে বড় সাফল্য অর্জন করেছে তারা। ইদলিবের একটি বড় অংশ তারা দখলে নিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পাল্টা আক্রমণে গত বারো ঘন্টায় বহু আসাদ বাহিনী ও রাশিয়া সেনার হতাহতের খবর পাওয়া গেছে।
আজ সিরিয়ার মুক্তিযোদ্ধা সংগঠন হাইআত তাহরীর আল শাম ও আনসার আল তৌহিদ আজ আসাদ বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে।
সিরিয়ার এবা চ্যানেলের শেষ গণনা অনুযায়ী সিরিয়ার ইদলিবে অভিযানের পাল্টা আক্রমণে গত বারো ঘন্টায় পাঁচজন কম্যান্ডার সহ অন্তত ৯৪ জন আসাদ সমর্থিত সেনা নিহত হয়েছে ও ১৪২ জন আহত হয়েছে। এদিকে নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য আজ সিরিয়ার মুক্তিযোদ্ধা সংগঠন হাইআত তাহরীর আল শাম ও আনসার আল তৌহিদ আজ আসাদ বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে।