
জাকার্তাঃ ইন্দোনেশিয়ার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রি মাহমূদ মাহফূদ বলেছেন যে তুরস্ক ও ইন্দোনেশিয়া সকল ক্ষেত্রে বিশেষতঃ প্রতিরক্ষা ও ত্রাণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। শুক্রবার জাকার্তাতে আনাদোলু এজেন্সির সাথে একটি সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন।
তিনি বলেন, ” ইন্দোনেশিয়া ও তুরস্কের দ্বাদশ শতাব্দী থেকে একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি জানিয়েছেন যে, ২০১৪ সালে ইন্দোনেশিয়াতে ভূমিকম্পের সময় তুরস্ক প্রথম সারির সহায়তা কারী দেশের মধ্যে ছিল। তুরস্ক ছাড়াও ইন্দোনেশিয়া আমেরিকা, ভারত , দক্ষিণ কোরিয়া প্রভৃতী দেশের সাথে সম্পর্ক মজবুত করার কথা জানিয়েছে। উল্লেখ্য ইন্দোনেশিয়া তুরস্কের সাথে চালকহীন আঞ্চলিক যান (UAV) তৈরিতে সহযোগিতা করেছে।