
ইস্তাম্বুলঃ এবার টেকনোলজি, বিজ্ঞান, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আগ্রহী হয়েছে তুরস্ক ও ইরান। প্রেস টিভি সাম্প্রতিক এখবর জানিয়েছে।
ইরানের প্রায় ৮০ টি কোম্পানি থেকে একটি প্রতিনিধিদল গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে তুরস্কের প্রতিনিধিদের সাথে একটি আলোচনা সম্পন্ন করেছেন। তুরস্ক ও ইরানের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তাঁরা এই মিটিং সম্পন্ন করেছেন বলে জানা গিয়েছে।
মিটিং এর পূর্বে ইরানের উপরাষ্ট্রপতি সোনেরা সাত্তারী তুরস্কের ইন্ডাস্ট্রি ও প্রযুক্তি মন্ত্রী মুস্তফা ওয়ারাঙ্ক একটি আলোচনা সম্পন্ন করেন। তিনি জানিয়েছেন যে, এই অঞ্চলের দুই শক্তিশালী দেশ ইন্ডাস্ট্রি, প্রযুক্তি ও বিজ্ঞান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে প্রস্তুত। মুস্তফা আরো জানান যে, উভয় দেশের মধ্যে আলোচনা ও দ্বিপাক্ষিক সহযোগিতা এই অঞ্চলের স্থিতিশীলতা, উন্নতি ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য আমেরিকা কর্তৃক ইরানের উপর অবরোধ দেবার পর আলোচ্য মিটিং অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক বরাবরই ইরানের উপর আমেরিকার অবরোধের বিরোধিতা করে এসেছে।