
ইদলিবঃ সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর উপর আবার ভয়াবহ হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এই আক্রমণে অন্ততঃ ৪০ জন আসাদ বাহিনীর সেনা নিহত হয়েছে ও প্রায় ৮০ জন সেনা আহত হয়েছে । আজ এখবর জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিরিয়ার ইদলিবে কতিপয় বন্দুকধারীদের হামলায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঐ স্থান ছেড়ে পালিয়ে গেছে আসাদ বাহিনী। এদিকে এই হামলা কে বা কারা করেছে তা এখনো জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে এই হামলা সিরিয়ার স্বাধীনতাকামী সংগঠন হাইয়াত তাহরীর আল শাম চালিয়েছে।