
ইস্তাম্বুলঃ এবার গ্রীসের বিরুদ্ধে বড়সড় সাইবার আক্রমণ চালালো তুরস্কের একটি বেসরকারি হ্যাকার দল। এরফলে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিক সরকার।
কিছুক্ষণ আগে গ্রীসের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে সাইবার এটাক চালিয়েছে তুরষ্কের উক্ত হ্যাকার দল। তুর্কিশ হ্যাকাররা গ্রীসের ন্যাশনাল ইন্টিলিজেন্স এজেন্সির ওয়েবসাইট হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় এবং সাইটটি হ্যাক করার পর সেখানে লিখে দেয় Ottoman Reborn । জানা গিয়েছে এরদোগানপন্থী তুরষ্কের সবচেয়ে বড় সাইবার স্পেশালিষ্ট গ্রুপ “Anka Neferler Tim” এই আক্রমণ চালিয়েছে।
গ্রীস দাবি অনুযায়ী এখনও তাদের ন্যাশনাল ইন্টিলিজেন্স এজেন্সি, গ্রীক পার্লামেন্ট, ফরেইন মিনিস্ট্রি, এথেন্স স্টক মার্কেট, ফিন্যান্স মিনিস্ট্রি সহ প্রায় ১৫ টির বেশি সরকারি দপ্তরের ওয়েবসাইট তুরষ্কের দখলে রয়েছে। এদিকে উক্ত হ্যাক করা সাইট রিকভার করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছ্র গ্রীস।