
ইদলিবঃ সিরিয়ার ইদলিবে রুশ বাহিনীর উপর বড় হামলা চালালো বিদ্রোহী গোষ্ঠী হাইয়াত তাহরীর আল শাম। এতে প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সিরিয়ার সাপ্তাহিক এবা পত্রিকা এখবর জানিয়েছে।
সিরিয়ার ইদলিবের ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হাইয়াত তাহরীর আল শাম সাম্প্রতিক ইদলিবে রুশ বাহিনীর উপর আক্রমণ চালায়। এর ফলে প্রায় ৬৯ জন রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে উক্ত পত্রিকা। এছাড়া ৭৪ জন রুশ সেনা আহত হয়েছে। বছরের শুরুতেই সিরিয়াতে এটাই মনে হয় সবথেকে বড় হামলা। তাহরীর উক্ত হামলার সাথে সাথে ৩টি গ্রাম দখল করেছে বলে জানিয়েছে।হাইয়াত তাহরীর আল শাম হল সিরিয়ার একটি নিরপেক্ষ ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী ।