
ইস্তাম্বুলঃ লিবিয়ার বিষয়ে মস্কোতে শান্তি আলোচনা ছেড়ে চলে গিয়েছে সন্ত্রাসি হফতার। আজকে তার লিবিয়ার বিষয়ে চুক্তিতে স্বাক্ষর করার কথা ছিল।
লিবিয়াতে তুরস্ক ও রাশিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত শান্তি আলোচনা ছেড়ে বেরিয়ে গেল লিবিয়ার সন্ত্রাসি হফতার। কারণ হিসেবে সে তুরস্কের মধ্যস্থতা চায় না বলে জানিয়েছে। তার এই সিদ্ধান্তের পেছনে মিশর , ফ্রান্স ও আরব যায়নবাদীদের হাত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে তার এই আচরনে রুষ্ট হয়েছেন রাষ্ট্রপতি রজব তৈয়্যব এরদোগান। তিনি হফতারের এই সিদ্ধান্তের জন্য তাকে সমুচিত শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন,
যদি অভ্যুত্থানকারী হফতার লিবিয়ার বৈধ সরকারের বিরুদ্ধে অথবা সেখানে আমাদের ভাইদের বিরুদ্ধে তার কার্যক্রম জারি রাখে, তাহলে তাকে সমুচিত জবাব দিতে আমরা দেরি করব না।
তিনি এদিন ঘোষণা করেছেন।
হফতার এমন করতে থাকলে লিবিয়া নিয়ে বার্লিন আলোচনার কোন দাম নেই বলে জানিয়েছেন অনেকে। উল্যেখ্য জার্মানির বার্লিনে লিবিয়াতে দীর্ঘস্থায়ী শান্তির বিষয়ে আলোচনার কথা রয়েছে। এখানে হাজির থাকবেন, এরদোগান, পুতিন সহ অনেকেই।