
ত্রিপোলিঃ লিবিয়ার সন্ত্রাসি হফতার যুদ্ধ বিরতিতে বাধ্য হল। শনিবার হফতারের সন্ত্রাসি গোষ্ঠী লিবিয়াতে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সাম্প্রতিক তুরস্ক ও রাশিয়ার যৌথ আহ্বানে সাড়া দিয়ে লিবিয়ার সন্ত্রাসী হফতার যুদ্ধ বিরতি ঘোষণা দিয়েছে। হফতারের সন্ত্রাসি গোষ্ঠীর মুখপাত্র মিসমারী একটি ভিডিও বার্তায় যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে।
এই সিদ্ধান্তের পর লিবিয়ার ত্রিপোলিতে শান্তি বিরাজ করছে বলে জানিয়েছেন আনাদোলু প্রতিনিধি। এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছে ইতালী। ইতালী এই পদক্ষেপকে শান্তি আলোচনার প্রথম ধাপ হিসেবে বর্ণনা করেছে। এদিকে এই শান্তি আলোচনার পর লিবিয়া সরকার ত্রিপোলি বিমানবন্দর পুণরায় খুলে দেয়ার কথা ঘোষণা করেছেন।
উল্লেখ্য কিছু দিন আগে লিবিয়ার এই কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী যুদ্ধ বন্ধ না করার হুমকি দিয়েছিল।