
মুস্ক্যাটঃ দীর্ঘ দিন অসুস্থ থাকার পর গত শুক্রবার রাত্রে মহান আল্লাহ পাকের দরবারে পাড়ি জমালেন ওমানের সুলতান কাবুস বিন সায়ীদ। গতকাল মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।
তাঁর সুদীর্ঘ অর্ধশত বছর রাজত্বে তিনি ওমানকে আধুনিক করার ক্ষেত্রে ও নানান সমস্যায় জর্জরিত ওমানকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কাবুসের রাজত্বে সকল প্রকার রাজনৈতিক দলকে অবৈধ ঘোষণা করা হয় ও রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বললে কঠোর ব্যবস্থা নেয়া হয়।
একসময় তিনি পিতার সন্দেহের চোখে পড়েনি। তাঁর পিতা সন্দেহ করেন যে, সন্তান হয়ত তাঁকে সিংহাসন থেকে হঠিয়ে দিতে চায়। এই সন্দেহের বশে তাঁর পিতা তাঁকে সালাহ প্রাসাদে গৃহবন্দী করেন। যদিও বিন তৈমুর দুজন ব্রিটিশ অফিসারকে তাঁর কাছে যাবার অনুমতি দিয়েছিলেন।
কাবুস তাঁর জীবনের শেষের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন ও দীর্ঘদিন জার্মানে চিকিৎসার পর ২০১৫ সালে তিনি ওমানে ফিরে আসেন জনগণের চোখের আড়ালে চলে যান। তিনি ক্যানসারের জন্য বেলজিয়ামে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গেছে।