
ইস্তাম্বুলঃ ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারজানীর সাথে দূরাভাষ মারাফৎ যোগাযোগ করলেন তুরস্কের পার্লামেন্ট স্পিকার মুস্তফা শানটোপ। আজ আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে।
ইরানের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ও সাম্প্রতিক কাসিম সুলাইমানীর জানাজায় বেশ কিছু মানুষ মারা যাওয়া প্রভৃতী নিয়ে তাঁরা উভয়েই দূরাভাষ মাধ্যমে যোগাযোগ করেন। এর পূর্বে তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়্যব এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মাওলূদ জাউইশোগলু ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানী ও পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জরীফের সাথে সমবেদনা জানিয়েছিলেন।
গত শুক্রবার ইরানের কুদস কম্যান্ডার কাসিম সুলাইমানী আমেরিকার আক্রমণে নিহত হন। ইরান আমেরিকার প্রতিশোধ নেবার হুমকি দিয়ে আসছে।