
তেহরানঃ ইরানের সিপাহে পাসদারানে ইনক্বিলাবে ইসলামী বা আই আর জি সীর কুদস কম্যান্ডার কাসিম সুলাইমানীর হত্যাকে কেন্দ্র করে ইরান আমেরিকার পেন্টাগন কে সন্ত্রাসি গোষ্ঠীর তালিকাভুক্ত করেছে। ইরানের দ্য ইরানিয়ান নিউজ এজেন্সি এখবর জানিয়েছে।
ইরানের পার্লামেন্টে আজ একটি অভিনব বিল পাস হয়েছে। এতে পেন্টাগনকে ‘সন্ত্রাসি’গোষ্ঠীর তালিকাভুক্ত করা হয়। এই বিলে ২২৩ জন আইনজীবীর সমর্থনে এই বিল পাস হয়। এই বিলে ইরানের সিপাহে পাসদারানে ইনক্বিলাবে ইসলামী সামরিক বাহিনীকে মজবুত করতে ২০০ মিলিয়ন ইউরো ডলার নির্ধারণ করা হয়েছে।
ইরান আমেরিকার বিরুদ্ধে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য গত শুক্রবার ইরানের কুদস কম্যান্ডার কাসিম সুলাইমানী আমেরিকার আক্রমণে নিহত হন। সংবাদদাতা আহমাদ আসমার এখবর জানিয়েছেন।