
ত্রিপোলিঃ লিবিয়াতে ধীরে ধীরে প্রবেশ করছে তুরস্কের মুহাম্মাদী আর্মির। গতকাল এখবর জানিয়েছে উসমানী পরিবারের আরবী নিউজ পোর্টাল টিআরটি উসমানী।
গতকাল সি এন এন এর সাথে একটি সাক্ষাৎকারে তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়্যব এরদোগান জানিয়েছেন যে, তুরস্কের বাহিনী ধীরে ধীরে লিবিয়াতে প্রবেশ করতে শুরু করেছে। তিনি এদিন সৌদির নিন্দাকে তীব্র সমালোচনা করে জানিয়েছেন যে তুরস্ক সৌদির নিন্দার পরোয়া করে না বরং সৌদির নিন্দাকে নিন্দা জানায় তুরস্ক।
লিবিয়ায় সন্ত্রাসি হফতারের বিরুদ্ধে লিবিয়ার সরকারের সহায়তা করতে তুরস্ক এই সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। লিবিয়ায় বৈধ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি পশ্চিমাদের দালাল আরব রাজতন্ত্রীদের সহায়তায় সন্ত্রাসি কার্যকলাপ চালিয়ে আসছিল হফতার ও তার সন্ত্রাসি বাহিনী।