
দোহাঃ দীর্ঘ ১৩ বছর পর কাতার থেকে সেনাঘাঁটি ক্যারোলাইনাতে সরালো আমেরিকা। শনিবার আমেরিকা কাতার থেকে তার সেনাঘাঁটি আমেরিকাতে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
১৯৯১ এর হারবে খলীজের সময় থেকে কাতারের আল উদাইদ সেনাঘাঁটিটি আমেরিকা মধ্যপ্রাচ্যে সামরিক সরবরাহের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে আসছিল। কিন্তু সাম্প্রতিক তা দক্ষিণ ক্যারোলিনার শ বেইজে সরিয়ে নেওয়া হয়েছে।
আমেরিকা জানিয়েছে ইরান কেন্দ্রিক সাম্প্রতিক ঘটনা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকার ভয়, ইরান কাতারে অবস্থিত তাদের বিমানঘাঁটিতে আক্রমণ করতে পারে।
আমেরিকা আরো জানিয়েছে যে, আফগানিস্তানে শান্তি আলোচনা ও দায়েশ পতনের পর এই অঞ্চল শান্ত হয়ে গেছে। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।