
ইস্তাম্বুলঃ বুরকিনা ফাসোতে সাম্প্রতিক সন্ত্রাসি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। আজ এখবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একটি বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করে জানিয়েছে যে সাম্প্রতিক বুরকিনা ফাসোতে হামলা তুরস্ক কে গভীর ভাবে শোকাহত করেছে। তুরস্ক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
উল্যেখ্য বুরকিনা ফাসোর সৌরৌ প্রদেশে একটি বাস তোমাতে ছাত্র বহন করার সময় তোনেই অঞ্চলে বিস্ফোরণের স্বীকার হয়। এতে ১৪ জন নিহত হয়েছে যাদের ৭ জন ছিল ছাত্র।