
ত্রিপোলিঃ লিবিয়াতে আরব সমর্থিত সন্ত্রাসি হফতার আবার হামলা চালিয়েছে। লিবিয়ার ত্রিপোলির একটি সামরিক কলেজে ঐসব সন্ত্রাসিরা এবার হামলা চালায় বলে জানিয়েছে লিবিয়ার সংবাদমাধ্যম দ্য লিবিয়া অবজারভার।
লিবিয়ার ত্রিপোলিতে ঐ মিলিটারি কলেজে গতকাল রাত্রে একটি হামলা চালায় হফতারের আরবজোট সমর্থিত সন্ত্রাসি গোষ্ঠী। এই হামলায় ৩০ জনের অধিক নিরাপরাধ ছাত্র ও মানুষ নিহত হয়েছেন ও বহু আহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলা তুরস্কের লিবিয়ায় আসার গুরুত্বকে আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
সাম্প্রতিক লিবিয়ায় তুরস্ক সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দেবার পর থেকে হফতার ও তার সন্ত্রাসী গোষ্ঠী একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।