
ইস্তাম্বুলঃ ইরানের আন্তর্জাতিক সেনাবাহিনী সিপাহে পাসদারানে ইনক্বিলাবে ইসলামীর কম্যান্ডার কাসিম সুলাইমানী নিহত হবার পর ইরানকে সমবেদনা জানাল তুরস্ক। আজ শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলূদ জাউইশোগলু একটি দূরাভাষ বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জরীফকে তাঁর সমবেদনা ব্যক্ত করেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনীম নিউজ এজেন্সি।
গত শুক্রবার রাত্রে বাগদাদ বিমানবন্দরে যাবার পথে আমেরিকার এক ড্রোন হামলায় নিহত হয়েছেন ইরানের সিপাহে পাসদারানে ইনক্বিলাবে ইসলামী সেনাবাহিনীর আল কুদস শাখার কম্যান্ডার কাসিম সুলাইমানী। এই ঘটনাকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে পারদ চড়েছে। তুরস্ক ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশ তাদের সমবেদনা জানিয়েছে।