
আবু ধাবিঃ ইসরাইল ও আরব আমিরাতের সম্পর্কের মধুরতা আর কারো কাছে গোপন নয়। সাম্প্রতিক আরব আমিরাতের যুবরাজ আব্দুল্লাহ বিন যায়েদ সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে আরব ইসরাইল জোট গড়ে তোলা নিয়ে একটি প্রবন্ধ টুইট করেছেন। আর এতে বেড়াই খুশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বিন মায়েদের সেই টুইট আবার রিটুইট করেন ও আরব-ইসরাইলের মধ্যে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন।
উল্যেখ্যঃ তুরস্ক বারবার বলে এসেছে যে, ইসরাইল ও আরবরা জোট বেঁধে মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গতকাল ইয়েনী শাফাকের এডিটর ও এবিষয়ে আরব আমিরাত কে কড়া ধমক দিয়েছেন।