
কুয়ালালামপুরঃ অবশেষে শুভারম্ভ হল বহু প্রতীক্ষিত কুয়ালালামপুর সামিট। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হল এই সামিট। সামিটে থাকছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির বিন মুহাম্মাদ, তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়্যব এরদোগান, কাতারের আমীর তামীম বিন হামাদ আল সানী ও ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানী। এছাড়া ফিলিস্তীন, মালয়েশিয়া, তুরস্ক, ইরান, কাতার, তিউনিসিয়া, পাকিস্তান, ভারত , সহ বিভিন্ন দেশের প্রতিনিধি, ব্যাবসায়ী ও দ্বীনের দায়ী সহ বিভিন্ন গুণিজন। হাজির হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ডক্টর জাকির নায়েক ও। তুরস্কের একে পার্টির নুমান, হামাসের প্রাক্তন আমীর মিশাল খালিদ, তিউনিসিয়ার পার্লামেন্ট স্পিকার ও আল নাহযা দলের নেতা রশীদ ও।
মুসলিম বিশ্বের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও তাদের সমাধানে ব্যবস্থা গ্রহণ এই সামিটের লক্ষ।