
ইসলামাবাদঃ তুরস্কের বিখ্যাত আন্তর্জাতিক মানের ইসলামী সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ কে উর্দুতে প্রচার করতে চলেছে পাকিস্তানের পি টিভি। এবিষয়ে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নিকট থেকে একটি বিশেষ অনুরোধ পেয়েছেন বলে জানিয়েছে তারা।
ইমরান খানের সহকারী ডক্টর আশিক ফিরদাউস আওয়ান জানিয়েছেন, ইমরান খান মিডিয়ার মাধ্যমে ইসলামফোবিয়ার বিরুদ্ধে সংগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মুসলিম বিশ্বের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য থাকার সত্বেও মুসলিমদের পাশ্চাত্যমুখী হবার নিন্দা জানিয়েছেন।
এদিকে পিটিভির ডিরেক্টর শাজিয়া সিকিন্দার জানিয়েছেন পিটিভি দিরিলিস আরতুগ্রুল উর্দু ডাবিং করা শুরু করেছে ও তুরস্কের TRT এর কাছ থেকে অনুমোদন নিয়ে নিয়েছে।
উল্যেখ্য এই সিরিজ উর্দু ডাবিং হলে সমগ্র ভারত উপমহাদেশে এর প্রভাব পড়বে বলে আশা করা যাচ্ছে।