
ইস্তাম্বুলঃ তুরস্ক ও ইরানের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছে অনেক দিন। এবার ইরান নিয়ে গবেষণার জন্য IRAM সংস্থা তুরস্কের মনোরম শহর ইস্তাম্বুলে একটি গবেষণালয় স্থাপন করতে চলেছে। ইরান ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব আলোচনা এর লক্ষ্য। IRAM এর প্রধান কেন্দ্র আঙ্কারায় অবস্থিত।
উল্যেখ্য বর্তমান ইরান একটি অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যার উপর আমেরিকা ও যায়নবাদীরা ইরানের উপর বিদ্রোহ চাপিয়ে দেওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। ইরান এই অচলাবস্থার কাছে মাথা নোয়ায়নি।