
আল কুদসঃইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক সাংবাদিকের চোখ হারানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।এক চোখে ব্যান্ডেজ অথবা ফিলিস্তিন পতাকা ইত্যাদি দিয়ে ঢেকে এই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ প্রদর্শন করেছেন তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা। অভিনব ওই প্রতিবাদ টিভি চ্যানেলের সংবাদ পাঠের সময়ও হচ্ছে।
ফিলিস্তিন টিভিতে সোমবাররাত ৯টার খবরেদুই প্রেজেন্টারকে চোখে ব্যান্ডেজ পরিধান করে সংবাদ পড়তে দেখা যায়। বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচ্য বিষয়।
শুক্রবার পশ্চিম তীরে একটি বিক্ষোভ নিয়ে কভারেজের সময় হানাদার বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামে ওই সাংবাদিক। ঘটনাটি ফিলিস্তিনসহ আরব দেশগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।