
তেহরানঃইরানের শিরাজী শহরে বিক্ষোভ চলছে। ইসরাইল , আমেরিকা ও আরবদের মদতে সংঘটিত এই বিদ্রোহ দমন করতে ব্যবস্থা নিতে শুরু করেছে ইরান প্রশাসন। এদিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে চরম হুমকি দিয়েছেন ইরানের এক নেতা। এই বিক্ষোভ না থামলে দুর্ধর্ষ বাসিজ মিলিশিয়া দিয়ে এদের দমন করার চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ফারেসের নেতা আয়াতুল্লাহ লুৎফুল্লাহ দেজকাম। ইরান বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে এটা প্রমাণিত হচ্ছে। এই