
কাশ্মীরঃকাশ্মীর ইস্যুতে বড় ভূমিকা রাখতে করতে চলেছে তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়া। আর সেই লক্ষ্যে সেমিনারের পর সেমিনার আয়োজন করে চলেছে তুরস্ক। আগামি কয়েকদিনের মধ্যে কাশ্মিরের উপর দুইটি সেমিনারের আয়োজন করা হয়েছে তুরস্কের দুইটি বড় শহরে। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক চেতনার উন্মেষ ঘটাতে ও কাশ্মীর সমস্যা সমাধান লক্ষে এই সেমিনারের আয়োজন। এই সেমিনারের একটি অনুষ্ঠিত হবে ইস্তাম্বুলের সাবাহেদ্দীন জায়ম বিশ্ববিদ্যালয়ে। একথা জানিয়েছেন তুরস্কের কাশ্মীর ওয়ার্কার্স গ্রুপের সদস্য সায়মা পোলাত।য অপরটি অনুষ্ঠিত হবে আঙ্কারায়। ২ ডিসেম্বর সাবাহেদ্দীন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলা সেমিনারে উপস্থিত থাকছেনঃ
১/ জামীল দেমির (Cemil Demir)
২/শবনম মারওয়া ওরুশ (Şebnem Merve Oruç)
৩/ ডক্টর হায়াতী উনলু ( Dr. Hayati Ünlü)
৪/ইহসান আকতাশ (İhsan Aktaş)
৫/ মুহাম্মাদ আমরে আকতুনা (Mehmet Emre Aktuna)
৬/ প্রফেসর ডক্টর খলীল তোকার (Prof. Dr. Halil Toker
৭/ রিয়াজ উল খালিক
অপরদিকে আঙ্কারায় আগামী কুড়ি তারিখে আলোচনা সভা অনুষ্ঠিত হতে চলেছে। এখানে কাশ্মীরের ইতিহাস ইত্যাদী তুলে ধরে কাশ্মীর ইস্যুতে আলোচনা হবে।
#Keşmir