
মিশরের কায়দায় বলিভিয়ার রাষ্ট্রপতি এভো মোরালের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে বলিভিয়ার রাষ্ট্রপতি এভো মোরালে কে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এভো মোরালে এখন মেক্সিকো তে আশ্রয় নিয়েছেন। এবার আমেরিকার ষড়যন্ত্রের ফলে পদত্যাগ করা বলিভিয়ায় রাষ্ট্রপতি মোরালের সমর্থনে গণ অভ্যুত্থান শুরু করেছে বলিভিয়ায় সাধারণ জনগণ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। প্রতিবাদে উত্তাল বলিভিয়া। এপর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে গন অভ্যুত্থানকে ঠেকাতে যেকোন বর্বরতাকে মাফ করার ঘোষণা দিয়েছে আমেরিকার সাম্রাজ্যবাদী সমর্থিত সরকার। পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে।
উল্যেখ্য বলিভিয়ার কমিউনিস্ট রাষ্ট্রপতি বহুবার ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছেন।
#EvoNoEstasSolo #EvoPresidenteLegitimo