
ঢাকাঃ সাম্প্রতিক ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে মন্দির স্থাপনের যে রায় ভারতের সুপ্রিম কোর্ট দিয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (BISCA) নামক একটি ইসলামপন্থী ছাত্র সংগঠন। গতকাল মাগরীবের সময় বায়তুল মোকাররম মসজিদের সম্মুখে তাঁরা বিক্ষোভ মিছিল করেছেন। রভারতে শহীদ বাবরী মসজিদের স্থলে মন্দির নির্মাণের রায় কে খারিজ করে দিয়েছে তারা। একটি বিবৃতির মাধ্যমে এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে BISCA।