
ইস্তাম্বুলঃ সিরিয়াতে আবার সন্ত্রাসি নিধন অভিযান শুরু করেছে তুরস্ক। এই নতুন অভিযানের নাম’কিরান ৫’। তুরস্ক জানিয়েছে যতক্ষণ না সন্ত্রাসিরা পরিকল্পিত অঞ্চল ছাড়বে ততক্ষণ অভিযান চালিয়ে যাবে তুরস্ক। সাম্প্রতিক আমেরিকা সিরিয়ায় SDF এর পরিকল্পিত অঞ্চল ছেড়ে যাবার যে পরিকল্পনার কথা ঘোষণা করে তা পালন করে নি আমেরিকা ও সন্ত্রাসীরা । এতে কথা মতো আবার অভিযান শুরু করেছে তুরস্ক। তুরস্ক জানিয়েছে সিরিয়াতে যতদিন আমেরিকা ও রাশিয়া থাকবে সেখানে ততদিন তুরস্ক ও থাকবে।