
টানা বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি।
সরকারের দুর্নীতি, নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামে লেবাননের মানুষ। প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে সাদ হারিরির পদত্যাগ দাবি করে তারা।
লেবাননে বছরের অন্যতম বড় এই বিক্ষোভ শুরু হয় মূলত সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের ভিডিওকলের ওপর কর আরোপের সিদ্ধান্তকে ঘিরে। যদিও প্রতিবাদের মুখে সরকার এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে।
তিনবারের প্রধানমন্ত্রী হারিরি একটি জাতীয় ঐক্য সরকারের নেতৃত্বে ছিলেন। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কয়েকটি বিরোধীদলও।
কিন্তু নাজুক অর্থনীতি, মূল্যবৃদ্ধিসহ জীবন নির্বাহের ব্যয় বেড়ে যাওয়ায় হারিরি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে দেশটির মানুষ। শক্তিশালী গণতন্ত্রের দাবিতে রবিবার লেবানন জুড়ে ১৭০ কিলোমিটারের মানববন্ধন করে বিক্ষোভকারীরা।
টানা বিক্ষোভে অচল হয়ে পড়ে লেবাননের বড় শহরগুলো। বিক্ষোভে ১২ দিন ধরে বন্ধ থাকে ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান।